বুধবার (২০ জুন) সকাল ১০টায় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিন সকাল সাড়ে ১০টায় প্রথমে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র কেনেন।
মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা।
বেলা ২টা নাগাদ মোট ১২ জন মনোনয়ন ফরম কিনেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। এর মধ্যে রাজশাহীতে একজন, সিলেটে পাঁচজন ও বরিশালে ছয়জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন।
সিলেট থেকে মনোনয়ন ফরম কিনেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েসলোদী, মহানগর সেক্রেটারি বদরুজ্জামান সেলিম ও ছাত্রদল নেতা সালাহ উদ্দিন রিমন।
এছাড়া বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চাঁন, বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন ও সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল মনোনয়ন ফরম কিনেছেন।
তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা এবং বৃহস্পতিবার (২১ জুন) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এমএইচ/আরআর