ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুঠিয়ায় বিএনপির আটক ৯ নেতাকর্মী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুন ২০, ২০১৮
পুঠিয়ায় বিএনপির আটক ৯ নেতাকর্মী কারাগারে

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে গোপন বৈঠককালে বিএনপির নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।  

এরা হলেন- জয়নাল আবেদিন, আবদুল জলিল মোল্লা, শহিদুল ইসলাম, মজিবর রহমান, লুৎফর রহমান, হাফিজুল ইসলাম, মনসুর রহমান, আবদুস সোবহান মোল্লা ও আবদুল মালেক।

এদের সবার বাড়ি পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে জয়নাল আবেদিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জলিল মোল্লা জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং শহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৯ জুন) রাতে উপজেলার বারেকের মোড়ে একটি চায়ের দোকানের পেছনে বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে নয় নেতাকর্মীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাকিল।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।