বুধবার (২০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এরা হলেন- জয়নাল আবেদিন, আবদুল জলিল মোল্লা, শহিদুল ইসলাম, মজিবর রহমান, লুৎফর রহমান, হাফিজুল ইসলাম, মনসুর রহমান, আবদুস সোবহান মোল্লা ও আবদুল মালেক।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৯ জুন) রাতে উপজেলার বারেকের মোড়ে একটি চায়ের দোকানের পেছনে বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে নয় নেতাকর্মীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাকিল।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসএস/আরআইএস/