বুধবার (২০ জুন) দুপুরে উপজেলার আকুয়া মোড়লপাড়া এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মোর্শেদ, বাপ্পী ও স্বপন।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই স্থানীয় যুবলীগ নেতা আজাদ শেখ ও ফরিদ শেখের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা চলছিল। এর জের ধরে যুবলীগ নেতা আজাদের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার (১৯ জুন) রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে ৩ জন গুলিবিদ্ধ হন।
এদিকে, দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৭ থেকে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এমএএএম/আরআইএস/