ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সু-চিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, জুন ২১, ২০১৮
খালেদার সু-চিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ/ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১১টায় শহরের ভাঙ্গাব্রিজ এলাকায় এ বিক্ষোভ মিছিল করা করা হয়।
 
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, মোসলেম উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
 
সমাবেশ থেকে বক্তারা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। এমনকি প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছে। সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ‍জুন ২১, ২০১৮
এডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ