ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

না’গঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, জুন ২১, ২০১৮
না’গঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে শহরের চাষাঢ়ায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। পরে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও থানা ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন,‘অবৈধ সরকারের সময় প্রায় শেষ। এখন আর মরণ কামড় না দিয়ে দ্রুত দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।  

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ