শুক্রবার (২২ জুন) সন্ধ্যায় গণসংহতি আন্দোলনের রাজশাহী শাখার সুধী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তাকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
রুপোশ সালামের সভাপতিত্বে সমাবেশে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ছাড়াও রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট হাসনাত বেগ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, আরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে রাজশাহী মহানগরের নানান সমস্যা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা উত্থাপন করেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নতুন রাজনীতির বিকাশ এবং রাজশাহীর বিভিন্ন সঙ্কট সমাধানে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক মুরাদকে একজন প্রতিশ্রুতিবান প্রার্থী হিসেবে নিজেদের পছন্দ হিসেবে ব্যক্ত করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ মুরাদকে আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জোনায়েদ তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে মুরাদ ছাত্র রাজনীতি করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে শিক্ষার্থীদের আন্দোলন, নারী নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলনসহ রাজশাহীবাসীর সব আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছেন। নিজেকে রাজশাহীবাসীর প্রতিনিধি হিসেবে গড়ে তুলেছেন।
তাই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রামের অংশ হিসেবেই এবং রাজশাহীকে একটি সুন্দর মহানগর হিসেবে গড়ে তুলতে মুরাদকে তিনি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করছেন।
সমাবেশে মেয়র প্রার্থী মুরাদের প্রার্থিতার পক্ষে তিনি রাজশাহীর নাগরিক সমাজ, শ্রমজীবী জনতা, নারী, শিক্ষার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে গণসংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ বলেন, এ প্রার্থিতাকে তিনি সংগ্রামের অংশ হিসেবেই বিবেচনা করছেন।
অচিরেই তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে যেখানে রাজশাহী মহানগরের সড়ক, পরিবেশ, বর্জ্য নিষ্কাশন, নিরপত্তা, শিক্ষাসহ সব ক্ষেত্রে তার বিকল্প উন্নয়ন পরিকল্পনার রূপরেখা দেওয়া হবে। আগামীতে সবার সম্মিলিত সহায়তা ও সমর্থনে জনগণের রাজশাহী গড়ে তোলার সংগ্রাম অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এসএস/আরবি/