রোববার (২৪ জুন) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আদালত থেকে এ জামিননামা কারাগারে পাঠানো হয় মর্মে জানান খালেদা আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
গত ১৬ মে এ জামিননামা আদালতে দাখিল করেছিলেন খালেদার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
ওইদিন সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখলে তিনি এ জামিননামা দাখিল করেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেন ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। সেই থেকে তিনি কারাগারে আছেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমআই/ওএইচ/