ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরোয়ার দলীয় মনোনয়ন পাওয়ায় বরিশালে আনন্দ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
সরোয়ার দলীয় মনোনয়ন পাওয়ায় বরিশালে আনন্দ-মিছিল বরিশালে যুবদল ও সেচ্ছাসেবকদলের আনন্দ-মিছিল। ছবি: বাংলানিউজ

বরিশাল: সিটি কর্পোরেশন নির্বাচনে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বিএনপি’র দলীয় মনোনয়ন পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবদল ও সেচ্ছাসেবকদল।

কেন্দ্রীয় বিএনপি’র এই যুগ্ম মহাসচিবের মনোনায়ন পাওয়ার ঘোষণা স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পরার পর রোববার (২৪ জুন) দিনগত রাতে বরিশাল নগরের সদররোডের দলীয় কার্যলয় থেকে আনন্দ মিছিল বের করে যুবদল।

মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান প্রমুখ।

অপরদিকে একই কারণে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নগরের পৃথক একটি আনন্দ মিছিল বের করে। এই মিছিলটি মূল শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যলয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, মহানগরের সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি প্রমুখ।
 
এছাড়াও যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা সদররোডে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

বিএনপির ব্যানারে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মজিবর রহমান সরোয়ার বিপুল ভোটে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। সেইসময়ে তিনি পার্লামেন্টে হুইপের দায়িত্বও পান। পরবর্তীতে ২০০৩ সালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনেও মেয়র হন তিনি এবং এরপর ২০০৮ সালেও বরিশাল সদর আসনে এমপি নির্বাচিত হন।

বর্তমানে সরোয়ার কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানরের বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।