ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে সুখবর নেই: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
গাজীপুরে সুখবর নেই: রিজভী সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে খবর পাওয়া যাচ্ছে তা মোটেই সুখবর নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় গাজীপুরে ভোট চলাকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী অভিযোগ করে বলেন, ইতোমধ্যে শতাধিক কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে।

গাজীপুরের নির্বাচন নিয়ে আমরা বার বার যে আশঙ্কা করছিলাম তারই প্রতিফলন দেখতে পাচ্ছি।

নির্বাচন কমিশন (ইসি) কোনো কথাই রাখেনি জানিয়ে রিজভী বলেন, সিইসি বলেছিলেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। কিন্তু তিনি তার কথা রাখেননি। সরকারের পাতানো পথেই তিনি হাঁটছেন।

বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের প্রবেশে বাধা, এজেন্টদের বের করে দেয়া ও এজেন্টদের গ্রেফতারেরও অভিযোগ করেন রিজভী।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে সোমবার (২৫ জুন) দিনগত রাত ৩ টায় তার গুলশানের বাসা থেকে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) আটক করে নিয়ে গেছে বলে জানান রিজভী।

রিজভী বলেন, দরজা ভেঙে তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকেও হার মানিয়েছে। এ সময় তিনি মেজর মিজানকে আটক করার সময়ের ভিডিও চিত্র দেখান সাংবাদিকদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।