ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
গাজীপুরে কেন্দ্র দখলের অভিযোগ রিজভীর সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: গণগ্রেফতার, কেন্দ্র দখল ও ধানের শীষ প্রতীকের এজেন্ট বের করে দিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন চলাকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দুপুর ১২টায় শতাধিক কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে।

কেন্দ্রে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ধানের শীষের এজেন্ট ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের আটক করছে। সকাল ৬টা থেকেই শুরু হয় পুলিশের গণগ্রেফতার। শ্রমিক দলের দফতর সম্পাদক বজলুর রহমান বাদল ও বালু চাকুলী ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফজলুকে সোমবার (২৫ জুন) আটক করা হয়েছে। ’

অভিযোগ করে রিজভী বলেন, ‘৪৯ নম্বর ওয়ার্ড আঞ্জুমান হেদায়েতুল উম্মত কেন্দ্রের এজেন্ট হাবীবুর রহমান, ৪৯ নম্বর ওয়ার্ড টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এজেন্ট ফারুক, ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম জি কে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এজেন্ট সেলিম রেজা, বিএনপি নেতা অ্যাডভোকেট মানিক, ৩৫ নম্বর ওয়ার্ড সাহারা খাতুন কিন্ডার গার্টেন কেন্দ্রের এজেন্ট মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ৫৫ নম্বর ওয়ার্ড শ্রমকল্যাণ কেন্দ্র থেকে সাবেক কমিশনার শরিফ মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ড শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মনির হোসেন মোতাহার, ৩৬ নম্বর ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের এজেন্ট গাজীউল হক ও মামুনকে আটক করেছে পুলিশ। এছাড়া ৪৮ নম্বর ওয়ার্ড বনমালা এলাকা থেকে বিএনপি কর্মী জাকির, রাজন, টঙ্গী থানা ছাত্রদল সহ-সভাপতি শাহাব উদ্দিনকে আটক করে এবং ধূমকেতু স্কুল কেন্দ্রের এজেন্ট ডা. আব্দুল হামিদকে কেন্দ্রের ভেতর থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। ৫৬ নম্বর ওয়ার্ড আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শাহীনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সংসদ সদস্যের বাড়ির কেন্দ্র নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢোকার সময় এজেন্ট আলমগীর হোসেনকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশের সদস্যরা। ১ নম্বর ওয়ার্ড মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হার্বাট মডেল একাডেমি কেন্দ্র, জসিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, পানিসাইল গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ২ নম্বর ওয়ার্ড লোহা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নোয়াকুর মাজার কেন্দ্র, কফিলউদ্দিন পাবলিক স্কুল কেন্দ্র, সিনকাপ প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুল কেন্দ্র, ৩ নম্বর ওয়ার্ডের বারিন্দা কেন্দ্রে এজেন্ট সফিকুলকে এবং ৬ নম্বর ওয়ার্ডের কাশিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয়জন এজেন্টকে পুলিশ বের করে দিয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী কেন্দ্র, ৭ নম্বর ওয়ার্ডের জরুন মাদরসা কেন্দ্রের ধানের শীষের সব এজেন্ট বের করে দিয়ে পুলিশ নিজেরাই নৌকা প্রতিকে সিল মারছে। ’

রিজভী অভিযোগ করে আরও বলেন, ‘কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রাসেলের নেতৃত্বে কোনাবাড়ী কলেজ কেন্দ্র, আমবাগের ৪টি কেন্দ্র, জোড়ন স্কুলের এর ছয়টি কেন্দ্র, পারিজাত এর ছয়টি কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নিজেরা নৌকা প্রতীকে সিল মারছেন। কাশিমপুর উচ্চ বিদ্যালয় থেকে ধানের শীষের এজেন্ট আজিজ মাস্টারকে কেন্দ্র থেকে বের করে পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাগবাড়ী মাদরাসা কেন্দ্রের এজেন্ট মাহবুব মেম্বারসহ সব এজেন্টদের একটি কক্ষে আটকিয়ে রেখে নৌকা প্রতীকে সিল মারছে। ৮ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ী কলেজ কেন্দ্রের ধানের শীষের সব এজেন্ট বের করে দিয়েছে। ১১ নম্বর ওয়ার্ড খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ১৫ নম্বর ওয়ার্ডে বাসন তাইজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, ১৭ নম্বর ওয়ার্ডের এম এ রাজ্জাক মাস্টার দাখিল মাদরাসা কেন্দ্রের অধিকাংশ এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ১৭ নম্বর ওয়ার্ড জোগীতলা বদরে আলম আরাবিয়া মাদরাসা কেন্দ্র, ২১ নম্বর ওয়ার্ড কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ২৪ নম্বর ওয়ার্ডের ভানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৬ নম্বর ওয়ার্ডে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৩০ নম্বর কানাইয়া ভোট কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। ’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ জুন ২৬, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।