ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিসিসি নির্বাচনে ভোট দিতে পারেননি বিএনপির অনেকেই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
জিসিসি নির্বাচনে ভোট দিতে পারেননি বিএনপির অনেকেই! ভোট দেওয়ার অপেক্ষায় কেন্দ্রে ভোটারা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ভয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে অনেকই দলীয় প্রার্থীকে ভোট দিতে পারেননি।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, সকাল ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে কোনাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বাদলকে আটক করে সাদা পোশাকের পুলিশ।

এছাড়াও গাজীপুরের স্থানীয় অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। গ্রেফতারের ভয়ে স্থানীয় বিএনপির শতশত নেতাকর্মী ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এতে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দিতে পারছেন না তারা।  

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল বাংলানিউজকে বলেন, ‘অনেক নেতাকর্মী ভোট দিতে পারেননি। আওয়ামী লীগের ‘গুন্ডাপান্ডা’রা যেভাবে তান্ডব চালাচ্ছে এতে বিএনপির নেতাকর্মীরা এলোমেলো হয়ে গেছে। প্রতিবাদ করবো কার সঙ্গে? প্রশাসনও তো তাদের পক্ষে। এখানে প্রতিবাদ করতে গেলে খুনাখুনি হয়ে যাবে। প্রশাসনের সঙ্গে তো আর প্রতিবাদ করে পারা যাবে না। শুধু কোনাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল না আরো অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। ’

গাজীপুর সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ইতোমধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন এবং সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৪জন অংশগ্রহণ করছে। মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) এলাকায় মোট ৫৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।