ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের/ফাইল ছবি

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১০০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে ১০০টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ অভিযোগকে আমি চ্যালেঞ্জ করছি।

কোথায় কোথায় এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, বিএনপি তথ্য-প্রমাণ দিক।
 
মঙ্গলবার (২৬ জুন) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর নির্বাচন পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এ কথা বলে তিনি।
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সকাল থেকে জিসিসি নির্বাচন নিয়ে নয়াপল্টন কার্যালয় এবং গাজীপুর থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বিএনপি। বাস্তবে এসবের কোনো ভিত্তি নেই। পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে।
 
জিসিসি নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অবাধ, সুষ্ঠু ও সার্বজনীন নির্বাচন হয়েছে গাজীপুরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে।
 
কাদের বলেন, কোনো প্রকার পক্ষপাত ছাড়া এই নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই ব্যাপারে সরকার সহযোগিতা করেছে। নির্বাচন বিতর্কিত হয়েছে এই কথা বিএনপি ছাড়া আর কেউ বলছে না।
 
‘নির্বাচন কমিশন সরকারের সঙ্গে মিলে প্রতারণা করছে’- বিএনপির এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, এ নির্বাচনে গণতন্ত্র প্রতারিত হয়নি, গাজীপুরের মানুষ প্রতারিত হয়নি। জনগণের রায়ের বিরুদ্ধে বিএনপি এ ধরনের নেতিবাচক কথাবার্তা বলতে থাকলে ভবিষ্যতে তাদের ভোট আরও কমবে।
 
তিনি বলেন, আমরা কথা রেখেছি। নেত্রী বারে বারে বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচন নিরপেক্ষ করতে হবে, নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে। আমাদের দল ও প্রশাসনের কাছে নেত্রীর একটা মেসেজ ছিল, ফলাফল যাই হোক, আমরা জনগণের রায় মেনে নেবো।
 
নয়টি কেন্দ্রে ভোট স্থগিত প্রসঙ্গে কাদের বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে সমস্যা হয়েছে। এটা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের কারণে হয়েছে।
 
বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  আপনারা শুনেছেন নির্বাচনকে বানচাল করার জন্য একটা ষড়যন্ত্রের অডিও। ষড়যন্ত্রের ফোনালাপ সোস্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় নেতার ষড়যন্ত্রের নীল নকশা প্রকাশ হয়েছে।
  
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম,  মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমইউএম/এসএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।