বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাসাইল পৌরসভায় দলের মনোনীত মেয়র প্রার্থী এনামুল করিম অটল ও জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলে প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত জানান।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল মঙ্গলবার (২৬ জুন) দুপুরে এক বিবৃতিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বাসাইল পৌরসভায় বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এনামুল করিম অটলকে প্রত্যাহার করার বিষয়টি জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বাংলানিউজকে জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত দলীয় প্রার্থীসহ সব নেতাকর্মীকে মেনে চলার জন্য তিনি আহবান জানিয়েছেন।
টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীকে প্রত্যাহার করে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলানিউজকে বলেন, এ সমর্থনের মধ্য দিয়ে আগামী দিনে সব বিরোধী দলের মধ্যে একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলো।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
আরএ