ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সভাপতি কারাগারে

মৌলভীবাজার: মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহা উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার গাড়ি বহর মৌলভীবাজারের শেরপুর পৌঁছালে ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত বিএনপি কর্মীরা পিছু হটে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।