ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

২০ দলের বৈঠকে দাবি জানিয়ে চলে গেছে জামায়াত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, জুন ২৭, ২০১৮
২০ দলের বৈঠকে দাবি জানিয়ে চলে গেছে জামায়াত ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরই বের হয়ে যান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম। তিনি বাংলানিউজকে বলেন, সিলেটে মেয়র প্রার্থী দেওয়ার দাবি বিএনপি মহাসচিবকে জানিয়েছি।

দেখি তারা কী করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তাজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদ, সিনিয়ার যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম,  ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, খেলাফত মজলিস মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, জাতীয় (বিজেপি) পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মতিন সাউদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ