ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিসিসি নির্বাচনে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জুন ২৭, ২০১৮
বিসিসি নির্বাচনে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী মাহবুব

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।

বুধবার (২৭ জুন) বরিশালের আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিসের মেয়র প্রার্থী অধ্যাপক একেএম মাহবুব।  

খেলাফত মজলিস বরিশাল মহানগরের প্রচার সম্পাদক মো. শাহ ই আলম জহির জানান, মঙ্গলবার (২৬ জুন) দলীয় কার্যালয়ের এক বৈঠকে অধ্যাপক একেএম মাহবুবকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।

 

এর আগে দুপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপস, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি একে আজাদ, সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়েদুর রহমান মাহবুব।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এমএস/এএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ