বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স হলরুমে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পরিষদ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আন্দোলন ছাড়া কোনো কিছুই অর্জন সম্ভব নয়।
তিনি বলেন, আমরা ২০১৪ সালের আগে যে আন্দোলন করেছিলাম সেরকম আন্দোলন এদেশে আর হয়নি। আবারও আমাদের আন্দোলন করতে হবে। খালেদা জিয়াকে আইনি মাধ্যমে মুক্ত করা যাবে না। কারণ তার বিষয়টা আইনি নয়, সেটা রাজনৈতিক। তাই রাজনৈতিকভাবেই তাকে মুক্ত করতে হবে।
তিনি অভিযোগ করেন, সারা দেশে ১৮ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা। কেউ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারে না। সবাই শরণার্থীর মতো জীবন যাপন করছেন। জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা শরণার্থী দেখতে আসছেন। তিনি রোহিঙ্গাদের কী দেখবেন, গোটা দেশের জনগণইতো এখন শরণার্থী হয়ে গেছে।
যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের বয়স হয়ে গেছে। তারপরও রাস্তায় নামবো। গুলি করলে মরবো। তবে আন্দোলন আপনাদের মতো তরুণদেরই করতে হবে। আপনারা ঘরের ভেতরে সমাবেশ করা বন্ধ করেন। বাইরে সমাবেশ করতে হবে। ১০/১৫ জন হলেও রাস্তায় নামতে হবে। এর কোনো বিকল্প নেই। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার হঠানো, সবকিছুই ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। এখনো ত্যাগ স্বীকার করতে হবে। এমনিতেই কেউ কিছু দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করতে হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক আমাদের সঙ্গে আছেন উল্লেখ করে মহাসচিব বলেন, তিনি আমাদের সব সময় দিক নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশে স্থায়ী কমিটি রেগুলার মিটিং করে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েই কাজ করছি।
তিনি বলেন, আজকে প্রেসক্লাবের এক অনুষ্ঠানে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও পুলিশ হয়রানি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বুধবার আমাদের সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন এসেছে, কেন আমরা নির্বাচনে যাচ্ছি। কিন্তু আমি বলতে চাই এটা দরকার আছে। বহির্বিশ্বও জানতে পারছে দেশে কি ধরনের নির্বাচনের তামাশা হচ্ছে।
যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এমএইচ/এসএইচ