ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

আশাশুনিতে জামায়াতের ৩ সেক্রেটারিসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২১, জুন ২৯, ২০১৮
আশাশুনিতে জামায়াতের ৩ সেক্রেটারিসহ আটক ৫ প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের তিন উপজেলা সেক্রেটারিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২৯ জুন) সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির শাহীন সরদারের বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।  
    
আটকরা হলেন- কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কালিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন, আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা তারিক ওরফে তুষার, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সিটি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, জামায়াত-কর্মী খলিল ঢালী।

অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।  

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, প্রতাপনগর গ্রামে ইউনিয়ন জামায়াতের আমির শাহীন সরদারের বাড়ি জামায়াতের গোপন বৈঠক চলছে। এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তিন উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ পাঁচজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ