ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন নিয়ে অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
নির্বাচন নিয়ে অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসিম। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যের নামে কিছু বর্ণচোরা শক্তি মাঠে নেমেছে। এরা সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, অসাংবিধানিক পথে ক্ষমতায় আসতে চায়। 

শুক্রবার (২৯ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই অশুভ শক্তিকে মোকাবিলা করবে ১৪ দল।

বিশ্বকাপ ফুটবলে মেসি পেনাল্টি মিস করতে পারেন, কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেয়র পদে নির্বাচিত হওয়ার সেখানকার জনগণকে অভিনন্দন জানিয়ে নাসিম বলেন, গাজীপুরবাসী উন্নয়ন, শান্তি, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ বিভিন্ন সংস্থার মতামত প্রসঙ্গে ১৪ দলের এই মুখপাত্র বলেন, এগুলো একান্তই তাদের ব্যক্তিগত মত। গাজীপুরে কোনো অনিয়ম হলে নির্বাচন কমিশনকে তদন্ত করার অনুরোধ করবো।

নাসিম বলেন, নির্বাচন নিয়ে যেকোনো ব্যক্তি বা সংগঠনের পর্যবেক্ষণ নিয়ে মতামত আসতেই পারে। জয়-পরাজয় নিয়ে আলোচনা-সমালোচনা হবেই। নির্বাচন হলো যুদ্ধের মতো। মাঠে যারা থাকবেন তারাই মানুষের মন জয় করতে পারেন।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এমইউএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।