ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪ দল ছাড়া সবাইকে ঐক্যবদ্ধ করা হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
১৪ দল ছাড়া সবাইকে ঐক্যবদ্ধ করা হবে প্রতিবাদ সভায় মওদুদ আহমদ-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগ ও ১৪ দল ছাড়া বাকি সবাইকে ঐক্যবদ্ধ করা হবে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঐক্যের মাধ্যমে দেশের মানুষ আবার তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এই প্রক্রিয়া এখন চলছে এবং জাতীয় ঐক্যই এই সরকারের পতন ঘটাবে।

শনিবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার জামিনের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

মওদুদ বলেন, ইতিহাসের কোনো স্বৈরাচারী-ফ্যাসিবাদী-একদলীয় সরকারকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিদায় করা যায়নি।

সেই কর্মসূচি উপযু্ক্ত সময়ে দেওয়া হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, বিরোধী দলকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, এই মন-মানিসকতা যাদের থাকে তাদের ফ্যাসিবাদী বলা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। সেজন্য আজ আমাদের সামনে একটা কঠিন পরীক্ষা হলো নেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করা। তার মুক্তির মাধ্যমেই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ভয় করে যে, খালেদা জিয়া যদি বাইরে আসে, বাইরে থাকে তাহলে তাদের অবস্থা আগের তুলনায় অনেক বেশি খারাপ হবে। সেজন্যই তাকে মুক্তি দিতে চায় না। কিন্তু তারা তাকে আটকে রাখতে পারবে না।

জাতীয় নাগরিক অধিকার মঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায় নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।