ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মী গ্রেফতারে ফখরুলের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুন ৩০, ২০১৮
কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মী গ্রেফতারে ফখরুলের নিন্দা

ঢাকা: কুষ্টিয়ায় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ জুন) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধীদলশূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল।

এ দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে কারারুদ্ধ করার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর অপচেষ্টা চালানো হচ্ছে।
 
তিনি আরও বলেন, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক শিপন বিশ্বাসসহ ৩৪ নেতাকর্মী সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাদের গ্রেফতার করা হয়েছে। সরকারের লাগামহীন অত্যাচার-নির্যাতনে বিএনপিসহ দেশের সব বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।
 
এসব অন্যায়-অত্যাচার আর দুর্বিনীত দুঃশাসনের হাত থেকে রেহাই পেতে দলমত নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
 
তিনি অবিলম্বে কুষ্টিয়া জেলার ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ