ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বাংলানিউজকে গণদলের শুভেচ্ছা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৭, জুলাই ১, ২০১৮
বাংলানিউজকে গণদলের শুভেচ্ছা বাংলানিউজকে শুভেচ্ছা জানাচ্ছেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: নবম বর্ষে পদার্পণ করলো দেশের শীর্ষ নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। প্রতিষ্ঠাবার্ষিকীর এইদিনে বাংলানিউজকে শুভেচ্ছায় সিক্ত করছেন দেশের বিশিষ্টজনেরা। অষ্টম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে গণদল।

রোববার (০১ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) বাংলানিউজ কার্যালয়ে গণদলের পক্ষে শুভেচ্ছা জানান দলটির চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী।
 
এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম প্রমুখ।

দেশের শীর্ষ অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টালটিকে শুভেচ্ছা জানিয়ে গোলাম মাওলা চৌধুরী বাংলানিউজের সমৃদ্ধি কামনা করেন।

সাফল্যের সঙ্গে আট বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করছে বাংলানিউজ। দীর্ঘ এই পথচলায় পাঠক-শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে রোববার দিনব্যাপী নানা আয়োজনে বর্ষপূর্তি উদযাপন করছে দেশের শীর্ষ এই নিউজপোর্টালটি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
ইএস/এমআইএইচ/এসই/এমএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ