সোমবার (২ জুলাই) দুপুরে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক, প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক একথা বলেন।
নানক বলেন, ২০১৩ সালের নির্বাচনে লিটন জয়ী হবে বলে নেতাকর্মীরা গা-ছাড়া হয়ে গিয়েছিলো।
‘রাসিক নির্বাচনে ২১ জন কাউন্সিলর আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ভোট করছেন। মেয়র বাদ দিয়ে কাউন্সিলরের জন্য কাজ করবেন তা হবে না। আগে মেয়র পরে কাউন্সিলর। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের কমিটি করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে লিটনের বিষয়ে। বিগত সময়ে লিটন রাজশাহীর যে উন্নয়ন করেছিল সে কথা তাদের কাছে বলতে হবে। ’
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এসএম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সভায় রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংসদ সদস্য বেগম আকতার জাহান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসএস/এএ