ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঘরে বসে আওয়ামী লীগ করার দিন এখন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
ঘরে বসে আওয়ামী লীগ করার দিন এখন আর নেই সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান / ছবি: বাংলানিউজ

বরিশাল: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বলেছেন, ঘরে বসে আওয়ামী লীগ করার দিন এখন আর নেই। খুলনা ও গাজীপুরের মতো বরিশালেও নৌকার বিজয় হবে। আগামী ৩০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশালের নৌকা উপহার দিতে হবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বাড়ি-বাড়ি গিয়ে নৌকার উন্নয়ন ও নৌকায় ভোট দেওয়ার কথা বলতে হবে। তাই আজ থেকে নেমে পড়ুন, আর নৌকার বিজয় নিশ্চিত করুন। 

সোমবার (২ জুলাই) আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আবদুর রহমান বলেন, বিএনপি কোনো উন্নয়ন করতে পারেনি।

সাবেক মেয়র শওকত হোসেন হিরণের আগে ও পরে কেউ বরিশালের উন্নয়ন করেনি। এ বরিশাল নগরের যেটুকু উন্নয়ন হয়েছে তা করেছেন হিরণ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকার মার্কার প্রার্থী এ প্রজন্মের নেতা সাদিক আবদুল্লাকে ভোট দিয়ে বিজয়ী করলে বরিশালে ব্যাপক উন্নয়ন হবে।  

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ।

সভাপতির বক্তব্যে আবুল হাসানাত বলেন, আমরা রাজনৈতিক পরিবারের সন্তান। ৭১ এর মুক্তিযুদ্ধের পর থেকে আমরা রাজনীতি করে আসছি। কিন্তু বিএনপি মানুষ হত্যা করে রাজনীতিতে এসেছে। বিএনপি মানুষকে শান্তি দিতে পারেনি। ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে বরিশালের কোনো উন্নয়ন করতে পারেনি। তারা অনেক মানুষকে হত্যা, পঙ্গু করে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।  

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল।  

সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানি চুন্নু, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহান আরা বেগম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, যুগ্ম সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান স্বপন, বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।