সোমবার (০২ জুলাই) সন্ধ্যায় রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে মহানগর বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ-দ্বন্দ্ব নেই।
তিনি বলেন, এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন একের পর এক সরকারের পক্ষ নিয়ে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী হতে সহযোগিতা করছে। কিন্তু রাজশাহীর মাটিতে দুর্বৃত্তদের কোনো ঠাঁই দেওয়া হবে না। রাজশাহীতে কোনোভাবেই আওয়ামী লীগকে বিজয়ী হতে দেওয়া হবে না।
যে কোনো মূল্যে খালেদা জিয়াকে কারামুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক নির্বাচনের মেয়র পদ প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট কামরুল মনির, রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন তপু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের পরিচালনায় বক্তব্য রাখেন- মহানগরীর রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেক্রেটারি কামরুল হাসান, মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি, মহানগর মহিলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন আরা পপি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসএস/এমএ