মঙ্গলবার (৩ জুলাই) রাতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হালিমা খাতুন ছাত্র রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। পরে বাংলা ভাষা সংগ্রামেও জোরালো ভূমিকা রাখেন।
‘ভাষা আন্দোলনের দিনগুলোতে অক্লান্ত পরিশ্রম করে আন্দোলনকে এগিয়ে নিতে তার ঐতিহাসিক ভূমিকার কথা জাতি কোনোদিনই ভুলে যাবে না। ’
তিনি বলেন, শিক্ষাব্রতী এই মহিয়সী নারীর কর্মময় জীবন দেশের মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে। আমি হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
ভাষাসৈনিক ও সাহিত্যিক ড. হালিমা খাতুন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমএইচ/এএ