ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ভাষা সৈনিক হালিমার মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ৩, ২০১৮
ভাষা সৈনিক হালিমার মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: ভাষাসৈনিক হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ জুলাই) রাতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হালিমা খাতুন ছাত্র রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। পরে বাংলা ভাষা সংগ্রামেও জোরালো ভূমিকা রাখেন।

ছাত্রীদের সংগঠিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদের অনুপ্রাণিত করতে সেদিনের নেতৃত্ব এদেশের নারী সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত।  

‘ভাষা আন্দোলনের দিনগুলোতে অক্লান্ত পরিশ্রম করে আন্দোলনকে এগিয়ে নিতে তার ঐতিহাসিক ভূমিকার কথা জাতি কোনোদিনই ভুলে যাবে না। ’

তিনি বলেন, শিক্ষাব্রতী এই মহিয়সী নারীর কর্মময় জীবন দেশের মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে। আমি হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

ভাষাসৈনিক ও সাহিত্যিক ড. হালিমা খাতুন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ