ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৯, জুলাই ৪, ২০১৮
ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে আব্দুল মতিন (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে বাড়ির পাশে মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত আব্দুল মতিন একজন মুক্তিযোদ্ধা ও উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান  বাংলানিউজকে জানান, মতিন মাস্টার মঙ্গলবার (০৩ জুলাই) রাতে বাড়ির পাশে মাছের খামার পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। বুধবার সকালে স্থানীয়রা তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময় ১১৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮ 
এমএএএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ