তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম দেখেই মানুষ নৌকায় ভোট দেবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই নৌকার বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (৪ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, তিন সিটিতেই উন্নয়নের স্বার্থে মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেবে। অতীতের মতোই ১৪ দলের ভূমিকা থাকবে এতে। সবাই ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে।
রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা দিয়ে বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করেছে। শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি মর্যাদা পেয়েছেন। বিশ্ব নেতৃবৃন্দ এদেশে এসে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখছে। বাংলাদেশ আশা করে, মিয়ানমার সরকার মানবিক কারণেই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।
এ সময় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. কে কে পাল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম হোসেন আলী হাসান এবং পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
এসআই