ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ শৈলকুপায় ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। ছবি বাংলানিউজ

ঝিনাইদহ: অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে।

তারা হলেন-ওই গ্রামের আফজাল হোসেন (৫০), আজাহার আলী (৪০), আফাঙ্গীর হোসেন (৩০), দুলাল হোসেন (৩৬), মঞ্জুরা খাতুন (২৯) ও রুপিয়া খাতুন (৫০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, দীর্ঘদিন ধরে উমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাব্দার হোসেন মোল্লা এবং একই ইউনিয়নের অপর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবুলের মধ্যে বিরোধ চলছে। গত শুক্রবার বাবুলের কয়েকজন সমর্থক (বয়েড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা) সাব্দার মোল্লার গ্রুপে যোগ দেন। এ ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।