ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাঘাটায় ছাত্রলীগের হাতে যুবলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
সাঘাটায় ছাত্রলীগের হাতে যুবলীগ নেতার মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে মুকুল মিয়া (২৫) নামে  এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত তিনজন।

বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মোজাম মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে বোনারপাড়া এলাকায় ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম ও যুবলীগ নেতা মুকুল মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে মুকুল মিয়াকে এলোপাতারি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হয় অন্তত তিনজন।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।