ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমাবেশের অনুমতি না পাওয়ায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
সমাবেশের অনুমতি না পাওয়ায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি  সংবাদ সম্মেলনে রিজভীসহ বিএনপি নেতারা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশের অনুমতি না পাওয়ায় রোববার (৮ জুলাই) ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, পুলিশ শনিবার (৭ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী রোববার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হলো।

এছাড়া পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি ৯ জুলাই হবে বলেও তিনি জানান। তবে শুক্রবার পর্যন্ত ওই কর্মসূচিরও অনুমতি পাওয়া যায়নি বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।