ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোটার নামে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
কোটার নামে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কোটা আন্দোলনে ছাত্রলীগের কর্মীরা হামলা করছে না। এ হামলার পেছনে জামায়াত-শিবিরের হাত রয়েছে। এর মধ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলন।

শুক্রবার (০৬ জুলাই) সকালে মাদারীপুরে আচমত আলী খান সেতুর অ্যাপ্রোচ থেকে বাবলাতলা পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশে কোন কোটা পদ্ধতি থাকবে না।

এই কোটা পদ্ধতি প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার এই কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্যে একটি কমিটি করেছে। কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে রিপোর্ট দেয়ার পরেই তা কার্যকারিতা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, ততদিন স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারি চাকরি হবে না। পৃথিবীর কোথাও স্বাধীনতা বিরোধী সন্তানদের চাকরি হয় না।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।