ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাসিক নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৮
রাসিক নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবে জাপা লিটনের হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয় জাপার নেতারা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করবে জাতীয় পার্টি (জাপা)। জাপার মেয়র প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন শনিবার (৭ জুলাই)।

পরে দুপুরে রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিটনের হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয় জাপার নেতারা।

সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া জাপার মেয়র প্রার্থী ওয়াসিউর রহমান দোলন বলেন, রাজশাহীর উন্নয়নের স্বার্থে কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জাপার নেতাকর্মীরা এখন নৌকার প্রার্থী লিটনের পক্ষে জোট হয়ে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাবেক মেয়র লিটন বলেন, জাপার সমর্থন দেওয়ার মধ্য দিয়ে আমরা জয়ের পথে অনেক দূর এগিয়ে গেলাম। আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই একসঙ্গে রাজশাহীর উন্নয়নে কাজ করবো। বড় বড় প্রকল্প এনে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে। থমকে যাওয়া উন্নয়নকে আবারও গতিশীল করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আজ দুইভাগে বিভক্ত। এরমধ্যে বৃহত্তম অংশ মুক্তিযুদ্ধের পক্ষের। আর কিছু অংশ আছে যারা বিএনপি-জামায়াত। রাজশাহীতেও তারা আছে। তাদের সব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।

মহানগর জাপার সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু বলেন, আমরা উন্নয়ন ছাড়া কিছুই বুঝি না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেন্দ্রের নির্দেশে লিটনকে সমর্থন দিয়েছি। আমাদের নেতাকর্মীরা আজ থেকে লিটনের পক্ষে কাজ করবেন।

রাজশাহী মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জাপা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন প্রমুখ।

এসময় মহানগর জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাপা প্রার্থী।

**রাসিক নির্বাচন থেকে সরে গেলেন জাপার প্রার্থী

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।