ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির অনশনে পুলিশের মৌখিক অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, জুলাই ৮, ২০১৮
বিএনপির অনশনে পুলিশের মৌখিক অনুমতি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতীকী অনশন সোমবার (৯ জুলাই) অনুষ্ঠিত হবে। ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত প্রতীকী অনশনে মৌখিকভাবে পুলিশ অনুমতি দিয়েছে।

রোববার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দলের নয়াপল্টন কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, অনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশের কথা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জাসাস সভাপতি মামুন আহমেদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।