রোববার (৮ জুলাই) বিকেলে মহানগরের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দাকোপ উপজেলার তৃণমূল নেতাকর্মী ও গণ্যমান্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় রাহুল দলকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের নানা অভিযোগ ও সমস্যার কথা শোনেন।
এসময় দাকোপ উপজেলার ৯ ইউনিয়নের মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাহুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড নেতাদের একটা বিরাট ভূমিকা থাকে। গ্রামের মানুষ কাকে ভোট দেবে, কেন দেবে- এ বিষয়ে এসব নেতারা দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের উন্নয়ন ও সাফল্যের কথা পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে এসে আপনাদের ভালোবাসা পেয়েছি। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। এলাকাবাসীর জন্য আমার দরজা সব সময় খোলা। কোনো মাধ্যম নয়, সরাসরি যেকোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. শাহ নিয়াজ মাগদুম, ফেরদাউস মল্লিক, ইউপি সদস্য মো. জালাল শেখ, আইয়ুব ডালি, দবির উদ্দিন শেখ, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, মো. শাহাজান শেখ, বৈদ্ধনাথ সরকার, মো. ইকবাল হোসেন, চয়ন রায়, জি এম আমার উল্লাহ, আলতাপুর রহমান, ওহেদ আলি সানাহ, আবু সাইদ, জিয়াউর রহমান, জি এম রেজাউল করিম, হেমায়েত ফকির, আসমা আকতার, নারগিস বেগম, নজরুল ইসলাম গাজী, জাহিদ হোসেন দুলু, তাসলিমা বেগম, সাবিনা ইয়াসমিন, তোহরা, লাইলি বেগম, দিপ্তী সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এমআরএম/আরবি/