ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে: লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে: লিটন

রাজশাহী: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সুযোগ পেলে আগামীতে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে। সরকারি স্কুল-কলেজ প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নগরীর সার্বিক উন্নয়ন করা হবে।

একইসঙ্গে রাজশাহী নগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলে সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করার প্রত্যাশাও ব্যক্ত করেন এ মেয়র প্রার্থী।

রোববার (০৮ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 
 
‘আসন্ন রাসিক নির্বাচন ও চাঁপাইনবাবগঞ্জবাসীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। সভায় রাজশাহীতে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জবাসীরা যেকোনো সমস্যায় খায়রুজ্জামান লিটনকে পাশে চান। এ সময় খায়রুজ্জামান লিটন সবসময় তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।  

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম বলেন, সিটি নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে চাইলে খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। তার বাবা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা। আশা করছি আগামীতে যোগ্য নেতৃত্ব খায়রুজ্জামান লিটনের সফলতা আসবে।

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন বলেন, আমরা উন্নত রাজশাহী গড়ার জন্য খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করছি, এই মতবিনিময় সভার আয়োজন করেছি। কারণ রাজশাহীতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলেই কেবল উন্নয়ন সম্ভব। যদি আমরা খায়রুজ্জামান লিটনকে মেয়র নির্বাচিত করতে পারি, তবে উন্নত রাজশাহী গড়তে পারবো।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী সবাই নৌকার জন্যে, লিটনের জন্যে ঐক্যবদ্ধ। রাজশাহীর উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কারণে লিটনের বিজয় হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রফেসর তানবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনা আখতার রেণী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি তাইজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,  চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আহমেদ শিমুল অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।