সোমবার (৯ জুলাই) দুপুরে বরিশাল শহরের একটি রেস্তোরাঁয় নিউজ এডিটর কাউন্সিল বরিশালের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেন, ‘খুলনা ও গাজীপুরে যে নির্বাচন হয়েছে তা যদি বরিশালেও হয় তবে শঙ্কা থাকাটাই স্বাভাবিক।
তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে এ সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। খুলনা-গাজীপুরের ভোট দেখে আমরা হতবাক হয়েছি। বরিশালে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় হবেই।
বরিশাল সিটির প্রথম মেয়র থাকাকালীন সময়ের উন্নয়নের চিত্র তুলে ধরে সরওয়ার বলেন, আমি চাই বরিশালের উন্নয়নে অসমাপ্ত কাজগুলো শেষ করতে। আর সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, খেলাফত মজলিশের মেয়র প্রার্থী অধ্যাপক একেএম মাহবুব আলম, জেলা খেলাফত মজলিশের সভাপতি নুরুল আলম পারভেজ, নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএস/আরআইএস/