ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের ক্ষমতা পার্মানেন্ট নয়: এ্যানী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
সরকারের ক্ষমতা পার্মানেন্ট নয়: এ্যানী  প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্যে রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রকল্প গ্রহণ করেছে। এটি ওভারকাম করতে সব রকমের কুমতলব, অত্যাচার-নির্যাতন, পুলিশি হয়রানিসহ সবকিছু করার জন্য তারা মেন্টালি রেডি। এ মুহূর্তে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কোনো অবস্থা দেশে নেই। তবে এরশাদ সরকার যেমন পার্মানেন্ট হয় নাই, বর্তমান সরকারের ক্ষমতাও পার্মানেন্ট নয়।

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার (৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ্যানীর বাসভবনে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

 

এ্যানী বলেন, সামনে বিএনপির জয়। তাই আমাদের জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে। জয়কে ছিনিয়ে আনতে হলে ক্ষয়ের হিসেব করে লাভ নেই। ক্ষয় হলে হবে আওয়ামী লীগের, বিএনপির নয়।  

কোটা আন্দোলন প্রসঙ্গে এ্যানী বলেন, কোটা আন্দোলন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ছাত্রীরা লাঞ্ছিত হচ্ছে। স্বাধীন দেশে এমনটি হতে পারে না।  

জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক, পৌর যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।