ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লিটনের পক্ষে কাজ করতে কর্মীদের প্রতি বাদশার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
লিটনের পক্ষে কাজ করতে কর্মীদের প্রতি বাদশার নির্দেশ ওয়ার্কার্স পার্টির কর্মীসভা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৪ দলের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করতে নিজ দলের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সোমবার (০৯ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় তিনি এ নির্দেশ দেন।

নেতাকর্মীদের উদ্দেশে বাদশা বলেন, দেশের সব সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ যে প্রার্থী দেবে তাকে আমরা সমর্থন দিবো।

কারণ আমরা চাই না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বিএনপি-জামায়াত আসুক। তাই সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা রাজশাহীর মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে ঝাঁপিয়ে পড়ুন।

সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান বলেন, নির্বাচনকে ঘিরে আবার শুরু হয়েছে অপপ্রচার। বলা হচ্ছে, আমি মেয়র হলে বস্তি ভাঙবো, নিউমার্কেট ভাঙবো, সাহেববাজার ভাঙবো। আমি বলতে চাই, আওয়ামী লীগ কখনো ভাঙার রাজনীতি করে না। আওয়ামী লীগ গড়ার রাজনীতি করে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির মহানগরের সম্পাদকম-লীর সদস্য এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবু সাঈদ, আবদুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, ফেরদৌস জামিল টুটুল, ১৪ দলের অপর শরিক জাসদের মহানগরের একাংশের সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।