সোমবার (০৯ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় তিনি এ নির্দেশ দেন।
নেতাকর্মীদের উদ্দেশে বাদশা বলেন, দেশের সব সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ যে প্রার্থী দেবে তাকে আমরা সমর্থন দিবো।
সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান বলেন, নির্বাচনকে ঘিরে আবার শুরু হয়েছে অপপ্রচার। বলা হচ্ছে, আমি মেয়র হলে বস্তি ভাঙবো, নিউমার্কেট ভাঙবো, সাহেববাজার ভাঙবো। আমি বলতে চাই, আওয়ামী লীগ কখনো ভাঙার রাজনীতি করে না। আওয়ামী লীগ গড়ার রাজনীতি করে।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির মহানগরের সম্পাদকম-লীর সদস্য এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবু সাঈদ, আবদুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, ফেরদৌস জামিল টুটুল, ১৪ দলের অপর শরিক জাসদের মহানগরের একাংশের সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এসএস/এনটি