তিনি বলেছেন, বাংলাদেশে নির্বাচন হতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে।
বৃহস্পতিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক জিয়া সাইবার ফোর্স-এর উদ্যোগে খালেদা জিয়ার চিকিৎসা, অবৈধ সাজা বাতিল এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে তিনি একথা বলেন।
খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়াকে অবৈধভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করা হোক আর যদি খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয় তাহলে গণআন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে।
আমান বলেন, খালেদা জিয়া আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ তাকে যা ইচ্ছা তাই বলা হচ্ছে। খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই স্বৈরতন্ত্রের পতন হয়ে গণতন্ত্র মুক্ত হয়েছিল।
আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, রফিক শিকদার, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এমএইচ/আরআর