ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামাল হায়দারের স্ত্রী ইন্তেকালে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জামাল হায়দারের স্ত্রী ইন্তেকালে ফখরুলের শোক অধ্যাপিকা জওশন আরা। ফাইল ফটো

ঢাকা: ২০ দলীয় জোটের নেতা জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রী অধ্যাপিকা জওশন আরা বেগমের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ জুলাই) এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুমা জওশন আরা ছিলেন একজন মহীয়সী নারী। তিনি তার স্বামীর সব রাজনৈতিক কর্মকাণ্ডে প্রেরণা যুগিয়েছেন।

একজন শিক্ষিকা হিসেবে ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন এক অনন্য আদর্শ।  

‘তিনি পরিশ্রমী প্রচেষ্টায় নিজ সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। গৃহিনী, জননী এবং শিক্ষকতার মহান দায়িত্ব পালনের পরেও তিনি সমাজ সেবার নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যু পরিবার পরিজন ও পরিচিত ঘনিষ্ঠজনদের মধ্যে সৃষ্টি করবে এক বিরাট শূন্যতা’।

‘আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার ও নিকটজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা’।  

উল্লেখ্য, অধ্যাপিকা জওশন আরা শুক্রবার (১৩ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে রাত ৯টায় ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এমএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।