ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন এরশাদ এরশাদ পাঁচ দিনের মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন। 

শনিবার (১৪ জুলাই) রাত ৮ টায় তাকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।  

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) খালেদ আখতার, মোঃ আমির হোসেন ভূঁইয়া প্রমুখ।

হুসেইন মুহম্মদ এরশাদকে বিমান বন্দরে স্বাগত জানান, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এস,এম আবদুল মান্নান, নাসরি জাহান রত্মা এমপি, আজম খান, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টুসহ অনেকেই।  

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসআই/ এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।