শনিবার দিনভর নগরী কামালগড়, নয়াসড়কসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ আহবান জানান। কামরান বলেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এদিন রথযাত্রা সিলেট নগরীর কাজলশায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে কামরান
বক্তব্য রাখার সময় কামরান বলেন, ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। এখানে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। প্রত্যেক সম্প্রদায়ের লোকজনই তাদের নিজ-নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করেন। এক সম্প্রদায়ের উৎসবে অন্যান্য সম্প্রদায়ের লোকজনও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক দেবজিৎ সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়¯’, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ অনেকেই।
শনিবার রাতে সিলেট নগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও নয়াসড়ক¯’ মালঞ্চ কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক নির্বাচনী সভায়ও অংশ নেন কামরান।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসআইএস