ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আরিফ ব্যবসায়ীদের বন্ধু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
আরিফ ব্যবসায়ীদের বন্ধু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী

সিলেট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী ব্যবসায়ীদের বন্ধু, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি সবচেয়ে আন্তরিক। ব্যবসার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে আরিফুল হক চৌধুরী’ই সিসিকের জন্য আগামীর সুযোগ্য মেয়র হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ী নেতবৃন্দ। 

শনিবার (১৪ জুলাই) রাতে নগরীর জিন্দাবাজারস্থ আল মারজান শপিং সিটিতে ধানের শীষের সমর্থনে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন।  
 
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, আমরা বিএনপি কিংবা ১৮ বা ২০ দলীয় জোট বুঝি না।

আরিফুল হকের মাধ্যমে সিলেটে ব্যবসায়ীদের প্রচুর উন্নয়ন সাধিত হয়েছে। উপযুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে আরিফুল হক চৌধুরী জীবন বাজি রেখে ফুটপাতে নেমেছেন।  
 
বক্তারা বলেন, আমরা ব্যক্তি আরিফুল হক চৌধুরীকে চিনি। তার মাধ্যমেই আগামীতে সিলেটে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে-এতে কোনো সন্দেহ নেই। আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার জন্য তাই আমাদেরকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে।  

সিলেট হোটেল মালিক সমিতির সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরিফুল হক চৌধুরী বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। জনগণের সেবা করার জন্য আমি মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমার সময়ে সিলেট সিটি কর্পোরেশনের যথেষ্ট উন্নয়ন হয়েছে।  
 
তিনি বলেন, ‘অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সিলেট নগরীকে উন্নত করতে হলে দক্ষ ও আন্তরিক জনবল নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার মেয়র নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রাণপণ চেষ্টা করবো। ব্যবসায়ীরাও যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন সেই পরিবেশ সুনিশ্চিত করবো।
 
ফোরামের সদস্য সচিব মোস্তফা মেহদী হাসান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা ও টোটাল ফ্যাশন, ঢাকা-এর এমডি ড. এনামুল হক চৌধুরী, কনভয় গ্রুপ, ঢাকা-এর পরিচালক তৈমুর হোসেন বিপুল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক চৌধুরী, ইদ্রিস মার্কেটের স্বত্ত্বাধিকারী আজমল বক্ত সাদেক, ফোরামের যুগ্ম সদস্য সচিব আমজাদ আলী, আব্দুস সামাদ তুহেল, বৃহত্তর আম্বরখানা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, করিম উল্লাহ মার্কেটের সাবেক সভাপতি কাউসার আহমদ, আল মারজান মার্কেটের সভাপতি আব্দুর রহীম, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নাসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।  
 
 
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮

এনইউ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।