ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালকিনি পৌরসভার মেয়রকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
কালকিনি পৌরসভার মেয়রকে কুপিয়ে জখম আহত কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার। ছবি বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদারকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে মুখোশ পরা ১০/১২ জনের একটি দল পেছনের গেট ভেঙে মেয়রের বাড়ি ঢোকে।

এরপর তারা মেয়রের শোবার ঘরের জানালা ভেঙে রাম দা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে আত্মরক্ষার্থে নিজের শর্টগান দিয়ে তিনি গুলি ছুড়লে দুর্বৃত্তরাও কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে আহত মেয়রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

মেয়র বলেন, আমাকে মেরে ফেলতেই এ হামলা চালানো হয়েছে।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।