ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইমামরা ঐক্যবদ্ধ হলে পরিবর্তন সম্ভব: ওবাইদুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
ইমামরা ঐক্যবদ্ধ হলে পরিবর্তন সম্ভব: ওবাইদুর ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বলেছেন, ইমামরা হলেন সংশ্লিষ্ট এলাকার নেতা। তাই আমরা মনে করি ইমামরা ঐক্যবদ্ধ হলে বুর্জোয়া সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব।

রোববার (১৫ জুলাই) দুপুরে স্টিমারঘাট জামে মসজিদে জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইমামদের উদ্দেশ্য করে তিনি একথা বলেন।

এ সময় তিনি ইসলামের পক্ষে ইমামদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নিজের জন্য সবার কাছে দোয়া চান।

জামে বায়তুল মোকাররম মসজিদ এর ইমাম মাওলানা শামসুল হকের সঞ্চালনায় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি ও জামে কশাই মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান সম্মেলনের সভাপতিত্ব করেন।

এর আগে সকালে মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বরিশাল নগরের কালীবাড়ি রোড, লাইন রোড এবং সরকারি বরিশাল কলেজ এলাকায় গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।