মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর এ সংক্রান্ত একটি আবেদনও জমা দেওয়া হয়েছে। এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের স্বাক্ষর রয়েছে।
ই-মেইলে প্রেরিত এক বার্তার মাধ্যমে আবেদনের বিষয়ে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরওয়ার বিভিন্ন সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে মিথ্যাচার করে আসছেন। বিগত দিনে সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদা, বরিশাল সিটি মেয়র ও হুইপ থাকাকালীন সময়ে সরওয়ারসহ বিএনপি সমর্থিত মেয়রদের কোনো উল্লেখযোগ্য উন্নয়ন বরিশালবাসীর চোখে না পরায় বর্তমানে তারা অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারণেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন উল্লেখ করে সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জনগণের রায়কেই সর্বোচ্চ বলে বিবেচনা করেন। বরিশালের মানুষের ভালোবাসায় তাদের পাশে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়াই আমার প্রধান কাজ। এ কারণেই বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আমার নিজ ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) দাবি জানিয়েছি।
এর আগে বরিশাল নগরের ১২, ২০, ২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএম দেওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এমএস/আরআইএস/