বুধবার (১৮ জুলাই) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে জাপা মহাসচিব এ কথা বলেন। এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু তার সঙ্গে ছিলেন।
বেলা ১১টার দিকে সিইসির সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির নেতারা। এসময় তারা কুড়িগ্রাম-০৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকারর একটি চিঠি সিইসির কাছে হস্তান্তর করেন।
চিঠিতে অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মতিন তার এম এ মতিন কারিগরি মহাবিদ্যালয়সহ নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। যা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অন্তরায়।
চিঠিতে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনেরও দাবি জানান অধ্যাপক ডা. আক্কাছ আলী।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এইচএ/