ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পল্টনে বিক্ষোভ সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
পল্টনে বিক্ষোভ সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

ঢাকা: দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (২০ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বাংলানিউজকে জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ডিএমপি কমিশনারের কথা হয়েছে।

এছাড়া পল্টন থানা থেকে মৌখিকভাবে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৫ জুলাই নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

একই দাবিতে এর আগেও কয়েকবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও পুলিশের অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।