শুক্রবার (২০ জুলাই) বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করবেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বাংলানিউজকে বলেন, সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দুপুরের পরেই নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করবেন।
এদিকে সকাল ১১টায় সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী আসেননি। সমাবেশস্থলে নিয়মিত কয়েকজন পুলিশকে ডিউটি করতে দেখা গেছে। সমাবেশ ঘিরে নয়াপল্টনের পশ্চিম দিকে ঢাকা ব্যাংক ও পূর্ব দিকে সিটি হার্ট মার্কেট পর্যন্ত মাইক লাগানো হয়েছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
গত ১৫ জুলাই নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবেশের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পল্টন থানা পুলিশ মৌখিকভাবে অনুমতি দিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এমএইচ/আরআইএস/